
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এসআইপি হল এমন একটি জায়গা যেখানে আপনি নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে দীর্ঘসময় পর ভাল রিটার্ন আসতে বাধ্য। তবে বিনিয়োগ করতে হবে সাবধানে।
যদি মাসে ২০ হাজার টাকা এসআইপিতে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান খেরে ২ কোটি ৭৬ লক্ষ টাকা পেতে পারেন। তবে সেজন্য আপনাকে অপেক্ষা করতে হবে খানিকটা সময় ধরে।
যদি মাসে ৭ হাজার ৫০০ টাকা করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে সুদের হার থাকবে ১২ শতাংশ করে। তাহলে ১১ বছর ধরে যদি আপনি বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি মোট জমাবেন ৯ লাখ ৯০ হাজার টাকা। ক্যাপিটাল গেন থাকবে ৯ লাখ ৮৭ হাজার ৬৫০ টাকা। মোট করপাস থাকবে ১৯ লাখ ৭৭ হাজার ৬৫০ টাকা।
যদি ২২ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে মোট বিনিয়োগ হবে ১৯ লাখ ৮০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ৬৮ লাখ ৭৭ হাজার ৫ টাকা। মোট করপাস হবে ৮৮ লাখ ৫৭ হাজার ৫ টাকা।
যদি ৩৩ বছর ধরে বিনিয়োগ করতে পারেন তাহলে মোট বিনিয়োগ হবে ২৯ লাখ ৭০ হাজার টাকা। ক্যাপিটাল গেন হবে ২ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ১৮৬ টাকা। মোট করপাস হবে ৩ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ১৮৬ টাকা।
যদি কেউ মিউচুয়াল ফান্ডে ৬ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ১২ শতাংশ সুদ ধরে ১০ বছরে ক্যাপিটাল গেন হবে ১২ লাখ ৬৩ হাজার ৫০৯ টাকা। করপাস হবে ১৮ লাখ ৬৩ হাজার ৫০৯ টাকা। ২০ বছরে হবে ক্যাপিটাল গেন ৫১ লাখ ৮৭ হাজার ৭৭৬ টাকা। করপাস হবে ৫৭ লাখ ৮৭ হাজার ৭৭৬ টাকা। ৩০ বছরে ক্যাপিটাল গেন হবে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার ৯৫৩ টাকা। করপাস হবে ১ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৯৫৩ টাকা।
তবে একটা বিষয় মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। যদি বিনিয়োগ করার পর কোনও ক্ষতি হয় তাহলে সেজন্য আজকাল ডিজিটাল দায় নেবে না।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন
‘শিগগিরই আসছি তোমার কাছে…’ ইরফানের মৃত্যুবার্ষিকীতে বাবিলের হৃদয়মথিত কবিতা, পড়ে চোখ ভিজল নেটপাড়ার
ফের কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কী কারণ দেখাল এই প্রতিষ্ঠান
সোনার দাম আর বাড়বে না! কী বলছেন বিশেষজ্ঞরা